🔰General Knowledge
‘গদর’ শব্দের অর্থ বিপ্লব।
‘ওয়াহব’ শব্দের অর্থ নবজাগরণ।
‘বাবর’ কথাটির অর্থ সিংহ।
‘হুমায়ুন’ শব্দের অর্থ সৌভাগ্যবান।
‘মনসব’ কথার অর্থ পদমর্যাদা।
ওয়াহাবী আন্দোলনের নেতৃত্বে কে দেন? তিতুমীর।
‘গদর’ পার্টির প্রতিষ্ঠাতা কে? লালা হরদয়াল।
প্রথম তরাইনের যুদ্ধ হয়? ১১৯১ সালে।
পানিপথের প্রথম যুদ্ধ হয়? ১৫২৬ সালে
বক্সারের যুদ্ধ হয় ? ১৭৬৪ সালে ।
হলদিঘাটের যুদ্ধ হয়? ১৫৭৬ সালে।
পুরন্দরের সন্ধি হয়? ১৭৭৬ সালে।
ভারতের শেক্সপীয়ার বলা হয়? কালিদাসকে।
বাংলায় প্রথম বিপ্লবী সমিতি হল? অনুশীলন সমিতি।
আর্যযুগে দুটি রাজনৈতিক পরিষদের নাম হল? সভা ও সমিতি।
ভারতের শ্রেষ্ঠ হিন্দু সম্রাট ছিলেন? অশোক।
ভারতের শেষ মোঘল সম্রাট? দ্বিতীয় বাহাদুর শাহ।
বাংলার শেষ স্বাধীন হিন্দু রাজা ছিলেন? লক্ষ্মণ সেন।
ভারতের সর্বশেষ মুসলিম শাসক হল? বাহাদুর শাহ জাফর।
আগ্রা শহর প্রতিষ্ঠিত করেছিলেন? সিকান্দার লোদী।
শিবাজীকে ‘রাজা’ উপাধি দেন? সম্রাট ঔরঙ্গজেব।
ভারতের নেপোলিয়ান বলা হয়? সমুদ্রগুপ্তকে।
গুপ্তযুগের শ্রেষ্ঠ কবি হল? কালিদাস।
কোন বছরে প্রথম নোবেল পুরস্কারটি প্রদান করা হয়েছিল? 1901
জার্মান সিলভারে কত শতাংশ রূপা আছে? 0%
আলেকজান্ডার ফ্লেমিং দ্বারা কোন বছরে পেনিসিলিন আবিষ্কৃত হয়েছিল? 19২8
Metaphysics পুস্তিকার লেখক কে? অ্যারিস্টট্ল
পাখি কোন রঙ দেখতে পায় না? বেগুনী এবং নীল
ডাচ মেটাল কি? ডাচ মেটাল একটি পিতলের রূপ যাতে একটি তামার পরিমাণ 84% এবং জিংক 16%।
পূর্ব ও পশ্চিম জার্মানি কোন বছরে একত্রিত হয়েছিল? 1990
এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা প্রথম বার প্রকাশিত হয়েছিল? 1768
জাপানের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি? শিনানো(Shinano)
কোন দেশের বৃহত্তম সমুদ্র সৈকত আছে? কানাডা, 202080 কিলোমিটার।
ভারত ছাড়াও বিশ্বের অন্য কোন দেশে 15 আগস্ট স্বাধীনতা দিবস পালিত হয়? দক্ষিণ কোরিয়া, বাহরাইন এবং কঙ্গো।
কোন দেশ আজ পর্যন্ত কারো গোলাম হয় নি? নেপাল
পৃথিবীতে কতটি দেশ আছে? 195টি
বিশ্বের বৃহত্তম মসজিদ কোনটি? আলমালিভায়া (ইরাক)
পৃথিবীর কোন দেশে কোন মন্দির নেই? সৌদি আরব
পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর
বিশ্বের সবচেয়ে কঠোর আইনের দেশ কোনটি? সৌদি আরব
পৃথিবীর সবচেয়ে বড় প্রাচীর কোনটি? চীনের প্রাচীর (চীনের প্রাচীর)
কোন দেশের রাষ্ট্রপতি বিশ্বের সবচেয়ে বেশি বেতন পান? আমেরিকার প্রেসিডেন্ট
কোন দেশের ডাকটিকিটে সেই দেশের নাম নেই? গ্রেট ব্রিটেন
ভারতের জাতীয় ফুল কি? পদ্ম
শিক্ষক দিবস কবে পালিত হয়? ৫ সেপ্টেম্বর
জাপানে কবে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল? 1945
বিশ্বযুদ্ধ কখন সংঘটিত হয়েছিল? 1914-1918 খ্রি.
ভারতের জাতীয় সঙ্গীত "জন গণ মন" এর রচয়িতা কে? শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর
বিখ্যাত মহাকাব্য "মহাভারত" এর রচয়িতা কে? শ্রী বেদব্যাস
হিমসাগর এক্সপ্রেস কোন দুটি স্থানের মধ্যে চলে? জম্মু থেকে কন্যাকুমারী
"জেনারেল" কোন সেনাবাহিনীর অফিসার পদমর্যাদার? সেনাবাহিনী
ভারতের কোন রাজ্যে পবিত্র মন্দির "অমরনাথ" অবস্থিত? জম্মু ও কাশ্মীর
ভারতের বিখ্যাত পর্যটন কেন্দ্র "গুলমার্গ" কোন অঞ্চলে অবস্থিত? কাশ্মীর
Last updated