🔰General Knowledge

  1. Pa (পাস্কাল) কীসের একক? চাপ (Pressure)

  2. সূর্য থেকে আলো পৃথিবীতে পৌঁছতে কত সময় লাগে? প্রায় ৮ মিনিট ২০ সেকেন্ড

  3. প্রসার ভারতী কত সালে গড়ে ওঠে? ২৩ নভেম্বর, ১৯৯৭

  4. ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)-র বর্তমান সভাপতি কে? সৌরভ গাঙ্গুলি

  5. যোগী বেরার (Yogi Berra) নাম কীসের সঙ্গে যুক্ত? অ্যামেরিকান বেসবল খেলোয়াড় ও কোচ

  6. IRDA কী? ইনসিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভলপমেন্ট অথরিটি

  7. বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ের পত্তন কে করেছিলেন? ধর্মপাল

  8. ইকনমিক ন্যাশনালিজ়মের অগ্রদূত কাকে বলা হয়? আর সি দত্ত

  9. কত সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ প্রকাশিত হয়? ১৮৮২

  10. দি ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স- কে লিখেছেন? বিনায়ক দামোদর সাভারকর

  11. দা ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FICCI) কত সালে গড়ে ওঠে? ১৯২৭

  12. "On the whole, it is difficult to avoid the conclusion that the so-called First National War of Independence of 1857 is neither first, nor national, nor a war of independence" - কে বলেছেন? ঐতিহাসিক আর সি মজুমদার

  13. কারখানায় শিশুশ্রম নিষিদ্ধ"- সংবিধানের কোন ধারায় উল্লেখিত? আর্টিকল-২৪

  14. টাক্কাভি( Taccavi) কী? একধরনের কৃষিঋণ

  15. ভারত স্বাধীন হওয়ার সময়ে কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন? জে বি কৃপালনি

  16. সংবিধানের ৪৪ নম্বর ধারায় কোন বিষয়টির উল্লেখ আছে? অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড)। “The State shall endeavor to secure for citizens a uniform civil code throughout the territory of India”

  17. আকবরের রাজত্বকালে জ়াবতি কর ব্যবস্থার (দহশালা ব্যবস্থাও বলা হত) প্রচলন করেন কে? রাজা টোডরমল।

  18. ক্লোরোফিলে কোন ধাতুর উপস্থিতি থাকে? ম্যাগনেসিয়াম।

  19. ভেষজ তেল থেকে বনস্পতি ঘি তৈরি করতে ব্যবহৃত হয় কোন গ্যাস? হাইড্রোজেন।

  20. ট্রোপোপজ় কী? বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী স্থানকে বলা হয় ট্রোপোপজ়।

মধ্যপ্রদেশ:

অন্ধ্র প্রদেশ:

উত্তর প্রদেশ:

তামিলনাড়ু:

মণিপুর:

ছত্তিশগড়:

রেল মন্ত্রক:

মেঘালয়:

Last updated